টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী হোসেন নিহত

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মোঃ হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত। এই ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র,গুলি ও ইয়াবা।

তথ্য সূত্রে জানা যায়,২১ জুলাই গভীর রাতে হোয়াইক্যং ইউনিয়ন পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়।
নিহত হোসেন উক্ত এলাকার মৃত আনু মিয়ার পুত্র।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ কক্সবাজার জার্নালকে জানান, রাতে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় আত্বরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনা স্থলে গুলিবিদ্ধ হয় হোসেন নামে ওই যুবক। এরপর গুলিবিদ্ধ দেহটি উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী দুটি অস্ত্র,১১ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সংঘটিত এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। তারা হচ্ছে,এএসআই ওয়াহিদ উল্লাহ,কনস্টেবল সজিব সরকার,ও মনির হোসেন।

তিনি বলেন, মাদক কারবারে জড়িত অপরাধীরা এখনো সক্রিয় হয়ে তাদের অপচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করছে।
পাশাপাশি মাদক কারবারীদের নির্মুল করার জন্য আমাদের পুলিশ বাহিনীর মাদক বিরোধী সাঁড়াশী অভিযান চলমান থাকবে।

আরও খবর