আন্তর্জাতিক ডেস্ক – দুই বোনের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতেন গুজরাটের ছোটা উদেপুরের প্রত্যন্ত এক গ্রামে। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি বড় গাছে পেঁচানো ওরনায় ওই দুই বোনের নীথর দেহ ঝুলতে দেখা যায়। মৃত কিশোরী আরতি ভিলের বয়স ১৫ ও তার এক বছরের ছোট বোন মিসলির বয়স ১৪।
ধর্ষণ করে কেউ দু-বোনকে মেরে ঝুলিয়ে দিয়েছে কি না, তা নিয়ে গ্রামে গুঞ্জন হলেও, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন ওই দুই কিশোরী। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না-পাওয়া পর্যন্ত এ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হয়নি পুলিশ।
বৃহস্পতিবার রাতে দোকানে সাবান কিনতে গিয়েছিল দুই বোন। বাড়িতে ফিরে, দু-জনে আবার বেরোয়। তার পর, আর রাতে ঘরে ফেরেনি। পরিবারের লোকেরা আশপাশে খোঁজাখুঁজি করেও দু-জনকে পায়নি। শুক্রবার সকালে স্থানীয়ারা গাছে দুই কিশোরীকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহদু’টি উদ্ধার করে।
কী কারণে দুই বোন আত্মহত্যা করল, তা পুলিশের কাছেও অস্পষ্ট। পরিবারের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসার। আত্মহত্যার আগে দুই কিশোরীর গতিবিধি কী ছিল, পুলিশ সে বিষয়েও খোঁজ নিচ্ছে। তবে, মৃত্যুর অন্য সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-