ডেস্ক রিপোর্ট – রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডায় একটি স্কুলের সামনে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে একনারী নিহত হয়েছেন। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উত্তর বাড্ডার কাঁচাবাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উত্তর বাড্ডা থানার এসআই সায়েদুর রহমান জানান, সকাল সাড়ে আটটায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছে ওই নারী। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাাসপতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উত্তর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসা পাশাপাশি। সেখানে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনজন বোরকা পরিহিত নারী যান। তারা স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করেন। বাধার মুখে দু’জন পালিয়ে গেলেও আরেক গণপিটুনির শিকার হন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-