আবদুল্লাহ আল আজিজ :
রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ পাঁচ হাজার পিস ইয়াবাসহ সালাহ উদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে। শুক্রবার (১৯ জুলাই) রাতে চানাচুরের প্যাকেটের ভেতর ইয়াবা পাচারের সময় তাকে আটক করা হয়।
আটক যুবক ভোলার লালমোহন থানার কালমা এলাকার কাঞ্চন সিকদারের ছেলে।
রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সরকারি কলেজের সামনে নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে সালাহ উদ্দীনের হাতে থাকা চানাচুরের প্যাকেটে পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাকে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-