উখিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

শহিদুল ইসলাম, উখিয়া :

উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গা কে আটক করতে সক্ষম হয়।

শুক্রবার রাত আটটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেন। আটককৃত রোহিঙ্গাদের থানায় নিয়ে আসেন।

আটককৃত রোহিঙ্গারা হলেন সলিমুল্লাহ ও ইউনুছ। এরা উখিয়ার বালুখালী ও মুধুর ছড়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

উখিয়া থানার সহকারী উপ পরিদর্শক দিদারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।

আরও খবর