শাহীন আবদুর রহমান
অনেকগুলি অপেক্ষার প্রহর পেরিয়ে
স্বপ্নের দেখা পাবার নামই জীবন নয়,
স্বপ্ন আর প্রাপ্তির অদ্ভুত মেলবন্ধন
এখানে প্রতিদিন প্রতিক্ষণ ধরা দেবে,
এমনটা ভেবে নেয়াতো কেবলই কল্পনা।
জীবনে না পাবার বেদনা থাকবে,
থাকবে অতৃপ্তি আর অপূর্ণতার দীর্ঘশ্বাস!
জীবন মানেই সুখ আর প্রাচুর্যের স্রোতে
নিয়ত ভেসে চলা নয়,
জীবন মানেই নয় ঠিক যা চাই তাই পাবো;
এক জীবনে অগণন স্বপ্নভঙ্গ এসে
দিনরাত কাঁদাবে,
আবার অপ্রত্যাশিত সুখ আর প্রাপ্তি এসে
ভাসিয়ে নিয়ে যাবে অজানা গন্তব্যে;
এইতো জীবন!
জীবন মানেই তাই কেবলই ছুটে চলা,
সেই চলা অপ্রত্যাশিত, অনিশ্চিত,
সেই চলা অনিবার্য, অনিয়ন্ত্রিত;
সেখানে হাসি আছে, কান্না আছে,
আছে প্রেম, বিরহ আর অদ্ভুত নীরবতা –
আছে স্বপ্ন বুনন আর স্বপ্নভঙ্গ ;
আর সেই স্বপ্নভঙ্গ আর নিরাশার বুকে দাঁড়িয়ে
নতুন করে আবার স্বপ্ন দেখার নামই তো জীবন!
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-