ডেস্ক রিপোর্ট – কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউজ এলাকার কটেজ জোনে অর্ধশতাধিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা শতাধিক নারী-পুরুষকে আটক করেছে সদর থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় এসব কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের আটক করার কারণে গতকাল সন্ধ্যা থেকে রহস্যজনক কারণে কোন সাংবাদিককে থানায় প্রবেশ করতে দেয়া হয়নি।
পুলিশ সুত্রে জানায়, শহরের কটেজ জোনের অর্ধ-শতাধিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শতাধিক নারী পুরুষ কে আটক করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, শহরের কটেজ জোন থেকে অনৈতিক কাছে লিপ্ত থাকায় শতাধিক নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করে তালিকা তৈরি করা হচ্ছে। তৈরি করা তালিকা পরে সাংবাদিকদের কাছে প্রেস বিজ্ঞপ্তি আকারে পাঠানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-