নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরে টমটম চুরির অপরাধে সরওয়ার জাহিদ নামে এক পতিতা দালালকে আটক করেছে পুলিশ। ৭ জুলাই (রবিবার) সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার এ এসআই সাজেদুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ লালদীঘিস্থ আহসান বোডিং থেকে তাকে আটক করেন।
ধৃত ব্যক্তি সদরের পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী গাইট্টাখালী এলাকার মৃত মোঃ কালুর ছেলে সরওয়ার কামাল ওরফে সরওয়ার জাহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দালাল সমাজের নানা অপকের্মর সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে একাধিক থানায় মামলাও রয়েছে। সে প্রতিনিয়তেই পতিতার নিয়ে দালালিসহ মরণ নেশা ইয়াবার ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। পাশাপাশি সে নিজেই ওই ইয়াবা সেবন করে থাকে।
আটকের সত্যতা নিশ্চিত করেন সদর মডেল থানার এ এসআই সাজেদুল ইসলাম বলেন, টমটম চুরির দায়ে তাকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তিকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-