কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পড়ে আছে অজ্ঞাত লাশ

শাহেদ মিজান :

কক্সবাজার সদর হাসপাতালের মর্গে দুইদিন ধরে পড়ে আছে এক অজ্ঞাত যুবেকর লাশ। শুক্রবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক কাঞ্চন দাশ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পিএমখালী-ভারুয়াখালীর মধ্যখানে অবস্থিত ফারিখাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি অনেকটা বিবর্ণ হয়ে হয়ে গেছে। তার অানুমানিক বয়স ৩২/৩৩ বছর হবে। পরনে রয়েছে প্যান্ট, শার্ট ও গেঞ্জি।

তিনি বলেন, নানা ভাবে খোঁজ নিয়েও লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি। তাই লাশটি এখন পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। কেউ পরিচয় পেলে কক্সবাজার সদর থানায় যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

আরও খবর