চকরিয়ায় ছেলের বিয়ের আসরে বাবার মৃত্যু

আবদুল করিম বিটু, চকরিয়া

কক্সবাজারের চকরিয়া পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব মাস্টার আমির হামজা(৭৫) ছেলে ইকবাল বাহার আহাদু এর বিয়ের আসরে ৫ জুলাই বিকাল ৪টা ৩০মিনিটের সময় চকরিয়া হারবাং সায়মা কমিউনিটি সেন্টারে ইন্তেকাল করেন।

তিনি স্টোক করে মৃত্যুবরণ করে বলে জানা যায়।

তিনি পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ঊসমান গনি শাহিনের পিতা। শিক্ষাকতা পেশা ও সমাজ সেবায় মরহুমের অবদান পূর্ব বড় ভেওলাবাসী তথা চকরিয়াবাসী আজীবন শ্রদ্ধাভরে স্বরণ করবে।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উনার আত্মার মাগফেরাত ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল,উল্লেখ্য মরহুম মাষ্টার আমির হামজা ছিলেন চকরিয়া জমজম হাসপাতালের পরিচালক রিয়াজ মোঃ রফিক সিদ্দিকীর শশুড়।

আরও খবর