ইয়াবাসহ বউ-শাশুড়ি ধরা

ডেস্ক রিপোর্ট – কিশোরগঞ্জের ভৈরবে ১২শ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নোয়াবাকী গ্রামের আক্তার মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও জুয়েল মিয়ার স্ত্রী তানিয়া বেগম (২৬)। সম্পর্কে তারা বউ-শাশুড়ি বলে জানা গেছে।

পুলিশ জানায়, আটকদের ভৈরব রেলওয়ে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় এসব ইয়াবা নিয়ে তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। ১২শ পিস ইয়াবার পাইকারী মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেছে।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দুজন সম্পর্কে বউ- শাশুড়ি বলে জানিয়েছেন। এই ইয়াবা ঢাকা নিয়ে বিক্রি করার কথা ছিল তাদের।

আরও খবর