কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-১১

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১ জুলাই সকাল ৮টা হতে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল–

১।মোঃ ইমরান,পিতা-মোঃ সুলতান,সাং-পূর্ব ঘোনার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

২।মোঃ মেহেদী হাসান @ রকি,পিতা-মোঃ রফিক,সাং-উত্তর নুনিয়ারছড়া,মেরিন ফিশারীর সামনে, থানা ও জেলা-কক্সবাজার।

৩।হাবিব উল্লাহ,পিতা-জালাল আহম্মদ,সাং-দক্ষিন পল্লাইন্ন্যা কাটা,০৬ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

৪।নুরুল আমিন,পিতা-মোঃ হোসেন,সাং-ছনখোলা পশ্চিমপাড়া,০১ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

৫।সৈয়দুল আলম @ সৈয়দ,পিতা-মৃত খইল্ল্যা মিয়া,সাং-দক্ষিন মুহুরী পাড়া,০৪ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

৬।মোঃ রফিক,পিতা-আব্দুল্লাহ, সাং-কুতুবদিয়াপাড়া,০১ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

৭।মোঃ সাহীন,পিতা-মোঃ সেলিম,সাং-কুতুবদিয়াপাড়া,০১ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

৮।মোহাম্মদ উল্লাহ,পিতা-নুরুল হক, সাং-নতুন কুতুবদিয়াপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৯।মোঃ হারুন,পিতা-ফয়েজুল হক,সাং-নতুন কুতুবদিয়াপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১০।মোঃ নুর আলম,পিতা-মোঃ হোছন,সাং,সমিতি পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১১।জসিম উদ্দিন,পিতা-মৃত ছালেহ আহম্মদ,সাং-পূর্ব কলাতলী চন্দ্রিমা মাঠ ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর