ডেস্ক রিপোর্ট – ময়মনসিংহে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় জুতার ভেতরে লুকিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ জুন) রাতে দিঘারকান্দা বাইপাস মোড় থেকে তাদের আটক করা হয়। এর আগে ৬০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাবিবুল ইসলাম ওরফে আসিফকে (৩০) আটক করা হয়।
তিনি আরও জানান, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় সংলগ্ন মক্কা খাবার হোটেলের সামনে থেকে নাসরিন আক্তার (৪০) ও চায়না বেগম (৫০) নামে দুই নারীকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের পরিহিত জুতার ভেতর থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবির ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-