দেখা করতে গিয়ে ধরা, অতঃপর প্রেমিক যুগলের মাথা ন্যাড়া

অনলাইন ডেস্ক – প্রেমিকার বাড়িতে লুকিয়ে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে গিয়ে ধরা খেলেন প্রেমিক। এঘটনায় দুজনকেই নির্মম এক শাস্তির মুখোমুখি হতে হয়েছে।

ভারতের ওডিশা প্রদেশের এ ঘটনায় শাস্তি হিসেবে দুজনকেই মাথা মুড়িয়ে দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, রাজ্যের ময়ূরভাঁজ এলাকার মান্দুয়া গ্রামে প্রেমিকার বাড়িতে দেখা করতে বিপাকে পড়েছেন এক প্রেমিক। স্থানীয়রা এই প্রেমিক যুগলকে আটকের পর তাদের মাথ্য ন্যাড়া করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ বলছে, আমরা সব অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আরও খবর