ইমাম খাইর :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন (৬২) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে এডভোকেট আমজাদ হোসেন কক্সবাজার আদালত প্রাঙ্গণে স্ট্রোক করেন বলে জানান এডভোকেট রেজাউল করিম রেজা। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে আদালত পাড়ায় শোক বিরাজ করছে। শোকের ছায়া নেমে এসেছে দলের নেতাকর্মীদের মাঝে।
এডভোকেট আমজাদ হোসেন চকরিয়া থানা সেন্টারের বাসিন্দা ও ৩ ছেলে সন্তানের জনক। তিনি ছিলেন চকরিয়ার প্রথম পৌর প্রশাসক।
পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা এডভোকেট আমজাদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
একইভাবে শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-