ডেস্ক রিপোর্ট – নোয়াখালীর সুবর্ণচরে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যা (৪২) নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) রাত আনুমানিক ৪ টার দিকে উপজেলার চরজাব্বার ইউনিয়নের পশ্চিম চরজাব্বারের কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে। নিহত ফকির বাতাইন্যা লক্ষ্মীপুর জেলার রামগতির টুমচরের মোস্তফা বাইন্যার ছেলে। নিহত জলদস্যুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিদর্শক সাগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সোমবার (২৪ জন) ভোর রাত ৪টার সময় কাঞ্চন বাজারের পাশে জলদস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যাকে গ্রেফতার করতে অভিযান চালায়। তখন তার বাড়িতে প্রবেশ করার আগেই র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবের ওপর গুলি চালায়। প্রায় ১৫ মিনিট দু’ পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় র্যাবের দুই সদস্যও আহত হন।
এক পযার্য়ে গোলাগুলি থেমে গেলে তার ঘর তল্লাশি করা হয়। তখন ফকির বাতাইন্যর গুলিবিদ্ধি দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে স্থানীয় চরজাব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-