পরিবহনের আড়ালে মাদক পাচার : কক্সবাজারে ৭০ লাখ টাকার ইয়াবাসহ আটক-১; ট্রাক জব্দ

নুরুল করিম রাসেল :

দেশব্যাপী পরিবহনের আড়ালে চালক-শ্রমিকদের মাদক পাচার অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ২৩ জুন রোববার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব ১৫ কক্সবাজার সদর দপ্তরের সামনে তল্লাশী চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ মো. ইউনুচ ওরফে ফারুক(২৪) নামে একজন মিনি ট্রাক চালককে আটক করা হয়েছে। সে নোয়াখালীর চর জব্বর থানার রসুলপুর তারা মার্কেট এলাকার বর্তমান সন্দীপ উরিরচর মিয়াবাজার এলাকায় বসবাসকারী মো: কামাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মিনি ট্রাকটি (ঢাকা মেট্টো ন -১৩-৫৬৯৫) জব্দ করা হয়েছে।

এসময় ভোলার বোরহান উদ্দিন থানার মো. মোস্তফার ছেলে আক্তার (৩২) পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে সড়কে ব্যারিকেড বসিয়ে ইয়াবা পাচারে জড়িত চালককে ট্রাকসহ আটক করা হয়। এসময় সীটের নীচে লুকানো ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

র‌্যাব ১৫ কক্সবাজার সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীকে কক্সবাজার সদর থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, মাদক নির্মূলে গঠিত র‌্যাব ১৫ সদস্যরা এর আগেও পরিবহনের আড়ালে মাদক পাচার সিন্ডিকেটের একাধিক পাচারকারীকে যানবাহন সহ আটক করতে সক্ষম হয়েছিল।

আরও খবর