আচারের প্যাকেটে ইয়াবা পাচারকালে খালা-ভাগিনা আটক

আবদুল করিম বিটু, চকরিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে খুটাখালীর মেদাকচ্ছপিয়া ঢালা নামক এলাকায় রোববার সকাল সাড়ে এগারটার সময় আড়াই হাজার ইয়াবা ট্যাবলেটসহ খালা-ভাগিনাকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের বইদ্যঘোনা এলাকার মো.শফির মেয়ে আনার কলি ও এবাদুল হকের ছেলে মো. শাকিল।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির (এসআই) আবদুল মোতালেব জানান , গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মেধাকচ্ছপিয়া ঢালা নামক এলাকায় চকরিয়া সার্ভিস নামে একটি বাসের দুই যাত্রীকে তল্লাশি করা হয়।

এসময় তাদের হেফাজতে থাকা আচারের প্যাকেটের ভেতর থেকে আড়াই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

আরও খবর