টেকনাফে যুবককে জবাই করে হত্যা

গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল

কক্সবাজারের টেকনাফে দুই ভাইয়ের ছুরিকাঘাতে মো. ইসমাইল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম পানখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইলের স্বজনদের দাবি, দুই ভাই আব্দুর রহমান ও আব্দুস সালাম ইয়াবা কারবারী।

নিহতের ভাই মৌলভী ইব্রাহীম জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার বাইট্টা মাদুর ছেলে এলাকায় চিহ্নিত ইয়াবা কারবারী আব্দুর রহমান ও আব্দুস সালামের নেতৃত্বে কয়েকজন যুবক আমাদের বাসায় গিয়ে ইসমাইলকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

হ্নীলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. শংকর চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছুরিকাঘাতে আহত যুবকটির মৃত্যু হয়।

স্থানীয় মেম্বার হোছাইন আহমদ স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে ইসমাইল মারা যায়।’

বিষয়টি নিশ্চিত করে উপ পুলিশ পরিদর্শক আবুল মনছুর জানান, লাশ সুরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর