উখিয়া সংবাদদাতা :
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের প্রাণ কেন্দ্র কোটবাজারের পূর্ব পাশে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভালুকিয়া ওমর ইবনুল খাত্তাব (রাঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হামিদুল হক শিবলী গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে H D Uতে চিকিৎসাধীন আছেন।
তিনি গত ১৭ই জুন নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে ওইদিন রাতে কক্সবাজার ফুয়াদ আল-খতিব হাসপাতালে ভর্তি করানো হয়। তাহার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকগণ চট্রগ্রাম মেট্রপলিটন হাসপাতালে রেফার করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তাহার ডায়াবেটিস, হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট জনিত রোগে ভর্তি করানো হয়।সম্প্রতি তার আরও কয়েকটি রোগ ধরা পড়েছে।
মাওলানা শিবলির একমাত্র ছেলে রিদওয়ানুল হক পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-