বান্দরবানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর মাইক্রোবাস খাদে: নিহত ১, আহত ৯

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান-রুমা সড়কের ১২ মাইল এলাকায় সেনাবাহিনীর একটি মাইক্রোবাস খাদে পড়ে মোঃ ওবায়দুল নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় সামরিক-বেসামরিক মিলিয়ে আহত হয়েছেন আরো ৯ জন।

বুধবার বিকেলে এ দুর্ঘটনায় ঘটে।

১২ মাইল এলাকার স্থানীয়রা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩শ’ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়। সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মারা যান সৈনিক ওবায়দুল।

বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল মেডিকেল অফিসার ডা. প্রত্যুষ পাল জানান, একজন সেনা সদস্য নিহত হয়েছেন। বাকিরা কমবেশি আহত হয়েছেন।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী জানান, আহতদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও খবর