উখিয়ার সন্তান ডাঃ নোবেল সদর হাসপাতালের আরএমও

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল

কক্সবাজার সদর হাসপাতালের নতুন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের কিউরেটর ডাঃ নোবেল কুমার বড়ুয়া। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রঙ্গাপনে এই নিয়োগ আদেশ দেয়া হয়।

ডাঃ নোবেল বড়ুয়া কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পাওয়ার পরে সিপি কে জানিয়েছেন, কক্সবাজারের সন্তান হিসেবে কক্সবাজারবাসীর সেবা করাই তার প্রধান লক্ষ। কক্সবাজার সদর হাসপাতালের আগত সেবা প্রার্থীদের সর্বোচ্চ চিকীৎসাসেবা নিশ্চিত করাবেন বলে তিনি অঙ্গীকার করেন।

ডাঃ নোবেল বড়ুয়া কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে সমভ্রান্ত বড়ুয়া পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ১৯৯৮ সালে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসএস ও ২০০০ সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ডাঃ নোবেল বড়ুয়া ২০০৭ সালে চট্টগ্রামে ইউএসটিসি থেকে এমবিবিএস পাস করে ২০১০ সালে সরকারী চাকুরীতে যোগদেন, ২০১৪ থেকে তিনি কক্সবাজার মেডিকেল কলেজের প্রধান কিউরেটর হিসবে কর্মরত আছেন।

আরও খবর