অনলাইন ডেস্ক :
প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন চট্টগ্রামের ৩৮ পল্লীর জেলেরা। সীতাকুন্ডের সংসদ সদস্য দিদারুল আলম ও জেলা প্রশাসক মিল্টন রায় ঘটনাস্থলে এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ স্থগিত করেন তারা।
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা। সকাল ১০টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার বাংলাবাজার বাইপাস এলাকায় মহাসড়কে অবস্থান নেন সহস্রাধিক জেলে ও তাদের পরিবার।
এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে রবিবার (৯ জুন) মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জেলেরা অবরোধ তুলে নেন। উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশনের সভাপতি লিটন জলদাস বলেন, আজকের মধ্যে সমস্যার সমাধান না হলে পরশু দিন থেকে আবারো মহাসড়ক অবরোধ করে গণঅনশন শুরু করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-