![](http://coxsbazarjournal.com/wp-content/uploads/2019/06/PicsArt_06-09-02.21.32.jpg)
চট্টগ্রাম – বাসের ড্রাইভিং সিটের নিচে ইয়াবা পাচারের সময় একজনকে আটক করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ মো. আবদুর রশিদ জিলাদারকে আটক করা হয়।
আটককৃত আবদুর রশিদ বগুড়ার কাহারু পাইকর এলাকার দিরাজ উদ্দিন জিলাদারের ছেলে। তিনি বাসচালক বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে নগর গোয়েন্দা পুলিশের এসআই মোমিনুল হাসান বলেন, ইয়াবা পাচারের জন্য আলিফ পরিবহনের বাসটি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়া যাচ্ছিলো। কোনো যাত্রী না নিয়ে রিজার্ভ লেখা স্টিকার লাগিয়ে ইয়াবা নিয়ে যাওয়া হতো ওই বাসে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-