স্বামীর বাড়িতে যাওয়ার চার ঘন্টার ব্যবধানে গৃহবধুর বিষপানে আত্মহত্যা, আটক-২

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের আবাদীঘোনা এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জুলেখা বেগম(২০)।

বিগত ৭মাস আগে একই এলাকার আমির হোসেনের পুত্র মোঃ ইসমাঈলের সাথে আনুষ্ঠানিকভাবে কাবিননামা অাকদ সম্পাদন হয়। মেয়ের পরিবার যৌতক দিতে না পারায় আকদ ও বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও যেতে পারেনি স্বামীর বাড়িতে। এদিকে স্বামী মোঃ ইসমাঈল ও জুলেখা বেগমের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকায় শুক্রবার ভোরে স্ত্রীকে সাথে নিয়ে পিতার বাড়িতে ওঠেন স্বামী মোঃ ইসমাঈল।

যৌতক না নিয়ে ছেলে বউকে নিয়ে বাড়িতে অাসায় অনেক বকাঝকা করেন স্বামীর পরিবার। এক পর্যায়ে স্বামীর বাড়িতে শুক্রবার সকাল ৯টায় বিষপান করেন গৃহবধু জুলেখা বেগম। স্বামী দ্রুত স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

কিন্তু স্বামী তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়নি। যার কারণে মৃত্যুর কুলে ঢলে পড়েন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বামী মোঃ ইসমাঈল ও পিতা অামির হোসেনকে অাটক করেছে।

মেয়ের পিতা মোসলেম উদ্দিন বলেন, প্রায় ৭ মাস অাগে ইসমাঈলের সাথে পারিবারিকভাবে কাবিন ও অাকদ সম্পন্ন করে অামার মেয়ের বিয়ে হয়। ১লাখ ২০টাকা যৌতক দেওয়ার কথা ছিল। যখন বিয়ে হয় তখন ৪০হাজার টাকা দিয়েছিলাম। বাকি টাকা দিতে না পারায় মেয়ে স্বামীর বাড়িতে যেতে পারেনি। এরই মাঝে মেয়ে দেড়মাস অাগে মেয়ে স্বামীর বাড়িতে চলে গেলে মারধর করে অামার বাড়িতে পাঠিয়ে দেন। সর্বশেষ শুক্রবার ভোরে অামরা ক্ষেতের কাজ করতে চলে গেলে স্বামী এসে তাকে নিয়ে যায়। সকাল ৯টায় জানতে পারি অামার মেয়েকে মৃত অবস্থায় অামার বাড়িতে রেখে চলে গেছেন।

এদিকে মাত্র ৪ঘন্টার ব্যবধানে যৌতকের বলি হয়ে গৃহবধু জুলেখার মৃত্যু মনে নিতে পারছেনা এলাকাবাসী। তারা এঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

মরদেহ উদ্ধার করা পেকুয়া থানার এসঅাই ইয়াকুবুল ইসলাম ভূঁইয়া বলেন, বিষপানে অাত্মহত্যা করা মেয়েটির সাথে মোঃইসমাঈলের কাবিন হয় বিগত প্রায় অাট মাস অাগে। অাকদ হয়েছে কিনা অামি জানিনা। সকালে মেয়েটি স্বামীর বাড়িতে চলে যাওয়ার জন্য বের হয়ে কিছু পথ গিয়ে বিষপানে অাত্মহত্যা করেছে। ঘটনাটি সন্দেহ সৃষ্ঠি হওয়ায় স্বামী ও পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য অাটক করা হয়েছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মিজানুর রহমান বলেন, জুলেখা বেগম বিষপানে অাত্মহত্যা করার ঘটনায় মামলা হবে। এর অাগে ৩টি অাত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

আরও খবর