সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের সবাই একটি বাসের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় দুবাইয়ের মোহাম্মদ বিন জায়েদ সড়কে (আল রাশিদিয়া) এ দুর্ঘটনা ঘটে।
দুবাই পুলিশ জানিয়েছে, বাসটিতে ৩১ জন যাত্রী ছিল। আহতদের দুবাই আল রশিদ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।
দুর্ঘটনায় আহত-নিহতদের মাঝে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা সেটাও নিশ্চিত করতে পারেনি দুবাই বাংলাদেশ কনস্যুলেট অফিস।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-