ডেস্ক রিপোর্ট :
ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ জুন) দিবাগত রাত ২টায় ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশের একটি ফাঁকা জমিতে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয় বলে দাবি করেছেন দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গাজী নাহিদ উজ জামান।
বন্দুকযুদ্ধে নিহতের নাম মনিরুল ইসলাম বাবুল। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে।
লে.কর্নেল গাজী নাহিদ উজ জামান বলেন,‘গত মঙ্গলবার রাতে ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২ বোতল ফেনসিডিল, এক বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুল আটক হয়। তার দেওয়া তথ্যানুযায়ী গত রাতে বিজিবি সদস্যরা অভিযান চালাতে গেলে ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা জমিতে হামলার শিকার হন। বাবুলের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর এ হামলা চালায়। এ সময় বিজিবি পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে মনিরুল ইসলাম বাবুল নিহত হন। পরে ঘটনাস্থল থেকে ৭৫ বেতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্র এবং নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।’
পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়।
নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের স্ত্রী পীরগঞ্জ থানায় এসেছিলেন, তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগাযোগ করে লাশ নেওয়ার কথা বলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-