কক্সবাজারে অর্ধকোটি টাকার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজার শহরের দক্ষিণ আদর্শ গ্রাম থেকে ৯ হাজার ৯৫০ টি ইয়াবাসহ মোঃ রফিক (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

সোমবার সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রফিক ওই এলাকায় বসবাসরত মোঃ ইউনুসের ছেলে। স্থানীয় জনৈক কালুর বাসায় ভাড়ায় থাকতেন রফিক।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃঃ মেহেদী হাসান। তিনি কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও খবর