আন্তর্জাতিক ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের সুলতানুল আরিফিন সাগর।  

ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র আরেফিন।

দেশটির রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের ৮টি দেশের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। ২৪ মে ইন্দোনেশিয়ার জুব জাকর্তায় আদি টিভি গ্র্যান্ড স্টুডিওতে ফাইনাল প্রতিযোগিতা হয়।
 
আরিফিন বলেন, ইসলামিক গানে এমন অর্জন বাংলাদেশের প্রথম। এটা শুধু আমার জয় না, সারা বাংলাদেশের জয়। বাংলাদেশি শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অনেক শিক্ষার্থীরা ভালো করছে।  

আরিফিন আরো বলেন, মঞ্চে যখন বাংলাদেশের পতাকা তুলে ধরলাম সেই অনুভূতি বলে প্রকাশ করার মত না। বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে পেরে আমি আনন্দিত। 

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, আরিফিন ঢাকা কলেজের গর্ব, বাংলাদেশের গর্ব। তার এমন অর্জনে তাকে অভিনন্দন জানাই। তার এই অর্জন শুধু ঢাকা কলেজের নয় বাংলাদেশের জন্য সম্মানের।

প্রতিযোগিতায় তিনজন বাংলাদেশি অংশগ্রহণ করেন। অন্য দুই প্রতিযোগী মাহমুদুল হাসান তামিম তৃতীয় এবং জিয়াউল হক ষষ্ঠ স্থান অধিকার করেছেন।

আরও খবর