কক্সবাজারে বজ্রপাতে শিশুসহ নিহত ৪: আহত ৬

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে শিশুসহ ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। ১৯ মে (রোববার) বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতে আঘাত হানে।

সেই বজ্রপাতে কক্সবাজার সদরের উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালী ছৈয়দা পাড়ার আজিজুল হকের শিশুপুত্র মো. আনিছ (১১) নিহত হয়েছে। এ সময় আজিজুল হক আহত হয়।

রোববার সাড়ে ১২ টার দিকে বজ্রপাতের এঘটনা ঘটে। নিহত ও আহতের সত্যতা নিশ্চিত করেছেন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল হক।

একইদিনে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া তুলাবাগান এলাকায় বজ্রপাতে একই পরিবারের শিশু ও কিশোরীসহ ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন, একই এলাকার মাওলানা নুরুল ইসলামের কন্যা ফাতেমা খাতুন (১৫) ও শিশুপুত্র আফনান (২)। একই পিতা-মাতার আরেকটি শিশু একই বজ্রপাতে গুরুতর আহত হয়েছে। (রোববার) ১৯মে বেলা সাড়ে ১১ টার দিকে এঘটনা ঘটে। বজ্রপাতে এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর

একইভাবে উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্প-৫ এর চাঁদমিয়া ছড়া খেলারমাঠ এলাকায় বজ্রপাতে আবদুস সালাম (৫০) নামক একজন রোহিঙ্গা শরনার্থী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। আহতের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

বজ্রপাতের হতাহতের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

আরও খবর