নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদরের খুরুশকুল তেতৈয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবছার মিয়ার হামলায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহত বৃদ্ধ তেতৈয়া সওদাগর পাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে বদিউল আলম (৬৫)। হামলাকারী হলো একই এলাকার মৃত মমতাজ আহমদের ছেলে।
১৯ মে (রবিবার) বিকেল ৩ টার দিকে একই এলাকার সন্ত্রাসী আবছার মিয়ার দোকানের সামনে এঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত বদিউল আলমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি করান। বর্তমান তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহত বদিউল আলম বলেন, সামান্য টিউবওয়েলের পানি ব্যবহারের জের ধরে কুখ্যাত সন্ত্রাসী আবছার মিয়া আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমার মাথা পেটে যায়। এভাবে আমার উপর হামলা করবে তা আমি বুঝতেও পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আবছার মিয়া এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী। সে এলাকায় কাউকে পরোয়া করে না। এমনকি জনপ্রতিনিধিরাও তার কাছে অসহায়। আবছার মিয়া একই এলাকায় দোকানের আড়ালে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। এলাকায় তার নেতৃত্বে নানা অপরাধ কর্মকান্ডের একটি সিন্ডিকেট রয়েছে। সে সিন্ডিকেটের প্রধান বলে জানা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-