সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
কক্সবাজার শহরের পাহাড়তলীর ইয়াবা ডন সৈয়দুল মোস্তাফা ভূলু অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মে (সোমবার) বিকেল ৪ টার দিকে পুলিশের বিশেষ অভিযানে বাড়ির ভিতর থেকে তাকে আটক করা হয়।
ভূইল্যা একই এলাকার হাজী জহির আহমদের ছেলে। বাড়িতে থাকার খবর পেয়ে পুলিশের অভিযান চলাকালীন সময় বাড়ির চতুর্থ পাশের্^ ঘিরে ফেলে। পরে বাড়ি ভিতর থেকে সৈয়দুল মোস্তাফা ভূইল্যাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূইল্যা প্রকৃতপক্ষে একজন ইয়াবা ব্যবসায়ী। তার কারণে এলাকার যুব সমাজ থেকে শুরু করে উঠতি বয়সের শিক্ষার্থীরাও পর্যন্ত এই মরণ নেশা ইয়াবা ব্যবসায় ঝুঁকছে। দীর্ঘদিন দিন ধরে এলাকা থেকে সে উধাও ছিলো। মাঝে মধ্যে রাতে বেলায় বাড়িতে আসতো। তাও ঘন্টার বেশি বাড়িতে সময় কাটাতো না। হঠাৎ আজ পুলিশের জালে ধরা পড়ায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ভূইল্যা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকের মামলাও রয়েছে। বর্তমানে সে থানায় রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-