নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারস্থ ৩৪ বিজিবি সদস্যরা পৃথক দু’টি অভিযান চালিয়ে রোহিঙ্গাদের জন্য আনা বিপুল পরিমাণ
‘এ্যাংকর ডাল’ বিদেশী ‘চাল’ সহ দু’টি ট্রাক জব্ধ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কক্সবাজার টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেক পোষ্টে এই মালামাল ও ট্রাক জব্ধ করা হয়।
বিজিবি ৩৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্ণেল আলী হায়দার আজাদ আহেমদ জানিয়েছেন বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামগামী মালবাহি ট্রাক ঢাকা মেট্রো-ড-১১-৭৫৪৩ ট্রাক আটক করে।
ট্রাকটির বিজিবির সদস্যরা তল্লাশি চালানোর সময় গাড়িতে থাকা ড্রাইভার পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাক সদস্যরা ৩ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার কেজি ‘এ্যাংকর ডাল’ জব্ধ করে। এসব ডাল বিশ্ব খাদ্য সংস্থ্যা কর্তৃক রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী হিসেবে দেয়া হয়েছিল।
অপর দিকে সন্ধ্যা ৭টার দিকে একই চেক পোস্টে উখিয়া কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি মালবাহি পিক-আপ চট্ট মেট্রো অ ১১-০২৪২ আটক করে। এসময় কৌশলে ড্রাইভার পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত পিক-আপ তল্লাশি চালিয়ে ২ লক্ষ টাকার মূল্যে ৫ হাজার কেজি ত্রাণের চাউল জব্ধ করে।
এসব চাল রোহিঙ্গাদের জন্য কাজাকাস্থান সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হিসেবে অনুদান দেয়া হয়েছিল। বিজিবি আরও জানান জব্ধ মালামালসহ ট্রাকের মূল্য ৬০ লক্ষ টাকা। এইব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আমাদের নিউজটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে লাইক দিন ↓↓
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-