টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে পাচারকালে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব জানান, সোমবার ৬ই মে রাতে টেকনাফ সদরের বরইতলী এলাকায় র্যাবের চেক পোষ্ট বসিয়ে কক্সবাজার গামী হুন্দাই জীপ তল্লাশি করে ১ হাজার ইয়াবা, নগদ সাড়ে ৬ লাখ টাকা ও একটি হুন্দাই জীপসহ চট্রগ্রাম লোহাগাড়ার আল হোসাইন শপিং মহলের ফ্যামেলী কেয়ার কাপড়ের দোকান ব্যবসায়ী মৃত আবু তাহেরের পুত্র তারেক হোসেইন(৩৪), ঢাকা মিরপুর-১০ নম্বর, ব্লক-এ, রোড-৭, হাউস নং-৯ এর বাসিন্ধা মৃত আমিনুর রহমানের পুত্র আরিফুর রহমান(৩০) ও ফরিদপুর বোয়ালমারী রূপাপথ এলাকার মৃত খোকন কাজীর পুত্র কাজী হোসেনকে আটক করা হয়। তিনি
আরো জানান, মাদক ব্যবসায়ীরা কৌশলে মাদক পাচার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের (নিলামকৃত) হুন্দাই জিপের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করছিল মাদক ব্যবসায়ীরা। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-