ডেস্ক রিপোর্ট :
কঙ্গোতে একটি লরিচাপায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) রৌশন আরা বেগম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। রোববার (৫ মে) কঙ্গোর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (৬ মে) সকালে পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা বার্তা২৪.কমকে এই তথ্য নিশ্চিত করেছেন
পুলিশ সদর দফতর থেকে জানা যায়, একটি লরি রৌশন আরাকে বহনকারী গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গাড়িতে থাকা পুলিশ সুপার ফারজানা এবং গাড়িচালক গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রৌশন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন। বাংলাদেশ পুলিশের দ্বিতীয় নারী হিসেবে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি।
প্রথম নারী পুলিশ সুপার হিসেবে তিনি মুন্সীগঞ্জ জেলায় ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন রৌশন আরা বেগম। এছাড়াও তিনি ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল কমিশনার এবং ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশে পুলিশে অবদানের স্বীকৃতি স্বরূপ দুই বার আইজিপি ব্যাচ এবং বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন রৌশন আরা বেগম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-