পেকুয়ায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় সদ্য বিদায়ী চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু ও লুৎফা হায়দার রণিকে বিদায় এবং নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক ও উম্মে কুলসুম মিনুকে উপজেলা পরিষদে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (৫মে) সকাল সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব-উল করিম। বক্তব্য রাখেন, নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর অালম, বিদায়ী চেয়ারম্যান শাফায়েত অাজিজ রাজু, বিদায়ী ভাইস চেযারম্যান লুৎফা হায়দার রণি, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উম্মে কুলসুম মিনু, পেকুয়া থানার ওসির প্রতিনিধি এস আই ইয়াকুব ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল অালম, চেয়ারম্যান শহিদুল ইসলাম, ডাক্তার ছাবের আহমদ, শিক্ষক আবুল হাশেম, আ’লীগ নেতা বখতিয়ার উদ্দিন, অা’লীগ নেতা এম, শহিদুল্লাহ, জাতীয় পার্টির সাবেক সভাপতি মাহাবুব আলম, সাংবাদিক নাজিম উদ্দিন, তাঁতীলীগ নেতা জায়েদ মোর্শেদ।

এর আগে বিদায়ী ও বর্তমান চেয়ারম্যানদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ। নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায়ী সম্মাননা স্বারক এব১ বিদায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে বরণ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম, শিলখালীর ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন, মগনামার ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, রাজাখালীর ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর, অ’লীগ নেতা আবুল শামা, আ’লীগ মফিজুর রহমান, যুবলীগ নেতা শফিউল আলম, ছাত্রলীগ নেতা ওসমাণ সরওয়া বাপ্পিসহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও খবর