টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জিয়াবুল হক (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের বাহারছড়া মহিলা মার্কেটের ছাদের উপর এ ঘটনা ঘটে। নিহত জিয়াবুল উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের মো. হামিদের ছেলে। তিনি টেকনাফ বাহারছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে ৮ নম্বর ব্লকে বসবাস করে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইর্নচাজ পরির্দশক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সময় টেকনাফের বাহারছড়া মহিলা মাকেটের ছাদের উপর জিয়াবুল নামে এক রোহিঙ্গা কাজ করছিল। কাজের ফাঁকে ছাদের উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর