ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রস্তুতি

এন.এইচ নিরব, চট্টগ্রাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট এর উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সাথে সমন্বয় সভা ও সমন্বয় সর্ম্পুণ করেছে। ঘূর্ণিঝড় ফনি মোকবেলার লক্ষ্যে নিজস্ব প্রস্তুতি সভার সিদ্ধান্ত মোতাবেক ঘূর্ণিঝড় পূর্ববর্তী ঘূর্ণিঝড় কালীন সাড়া প্রদান আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশুদের পৌছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান,মাইকিং এর মাধ্যমে সচেতনতা ও ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার ও ত্রাণ বিতরণ ও পুর্নবাসন এর জন্য রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কাজ করবে সিদ্ধান্ত গৃহিত হয়।

এতে উপস্থিত ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুর জাব্বার, সিটি ইউনিটের কার্যকরি পরিষদ সদস্য সৈয়দ আদনান হোসেন,জেলা ইউনিটের ইউএলও আব্দুর রশিদ খান ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল।

ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় একটি কন্ট্রোলরুম খুলে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এবং একটি জরুরি নাম্বার চালু করা হয়(০১৪০০৪৭২২৪৪) ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় রেড ক্রিসেন্ট চট্টগ্রামের মুক্তদল সদস্য ও কলেজ ইউনিটের সদস্য সহ প্রায় ৩০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

আরও খবর