বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়া এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব। এসময় ৬০ হাজার ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ মে) বিকেলে উত্তর তারাবনিয়ারছড়া এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আত্মসমর্পণকারী আবু তাহেরের বড় ভাই ও টেকনাফের লেদা এলাকার জালাল আহমদের ছেলে আবু বক্কর ছিদ্দিক, তার সহযোগী কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার কাদির বশরের ছেলে মোহাম্মদ আয়াছ (৩০) ও টেকনাফের মহেশখালীয়া পাড়ার নুর আহমদের ছেলে সেলিম উদ্দিন।
র্যাব-১৫ কক্সবাজারের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ্যে’ ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরই পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-