কক্সবাজারে পুলিশের অভিযানে আটক ২৯

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৯ জনকে আটক করেছে।

গত ৩০/০৪/২০১৯ ইং তারিখ হতে সকাল হতে ০১/০৫/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই শেখ মোঃ সাইফুল আলম, এসআই জহির ইসলাম, এসআই আবুল কালাম, এসআই সনৎ বড়–য়া, এসআই আনছারুর হক, এসআই আরিফ উল্ল্যাহ, এএসআই টিটু কুমার সাহা, এএসআই মোঃ কামাল হোসেন (১) এএসআই মোঃ ইমাম হোসেন, এএসআই লিটন মিয়া, এএসআই নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
নুরুল ইসলাম, পিতা-মোঃ হোছন, সাং-মধ্যম মুক্তারকুল, থানা ও জেলা-কক্সবাজার।
আজিজ, পিতা-আব্দুল কাদের, সাং-দমদমিয়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
রাসেল, পিতা-রমজান আলী, সাং-বৈদ্যঘোনা, থানা ও জেলা-কক্সবাজার।
মোঃ রশিদ, পিতা-হোসেন, সাং-নুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।
মোঃ ছৈয়দ, পিতা-দুদু মিয়া, সাং-নুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।
জসিম, পিতা-নুরল হক, সাং-নুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।
রফিক, পিতা-জমির হোসেন, সাং-নুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।
ফজলুল হক, পিতা-আবদুর রাজ্জাক, সাং-নুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।
ফকির আহমদ,. পিতা-মৃত কালু, সাং- নুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।
আলমগীর, পিতা-দ্বীন মোহাম্মদ, সাং-পেশকার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
আলমগীর, পিতা-বজল করিম, সাং-দক্ষিন কুতুবদিয়া পাড়া, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার।
মিনহাজুল ইসলাম, পিতা-সাইফুল ইসলাম, সাং-পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
আহাম্মদ উল্ল্যাহ, পিতা-মৃত দৌলত হোসেন, সাং-চেরাঙ্গা বাজার, পিএমখালী, থানা ও জেলা-কক্সবাজার।
নুরল কবির, পিতা-মৃত কালা মিয়া, সাং-চৌফলদন্ডী ঘোনার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
বাবুল, পিতা-মমতাজুল রহমান, সাং-চৌফলদন্ডী, থানা ও জেলা-কক্সবাজার।
শহিদ উল্লাহ(৩২), পিতা-হায়দার আলী, সাং- চরপাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার, বর্তমানে-বিএম রিসোট এর মালিক/ম্যানেজার, লাইট হাউজপাড়াী, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার, বাংলাদেশ।
গিয়াস উদ্দিন(২২), পিতা-রশিদ আহম্মদ, সাং-পশ্চিম বোমাংখিল,গর্জনিয়া ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার, বর্তমানে-সহকারী ম্যানেজার,বিএম রিসোট, লাইট হাউজপাড়া, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার, বাংলাদেশ
মাঃ ফারুকুল ইসলাম(২২), পিতা-মোঃ মোক্তার আহাম্মদ, মাতা-রেজিয়া বেগম, সাং-মধ্যম বড়ইতলী, পাহাড়তলী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-ষ্টাফ, বিএম রিসোর্ট, লাইট হাউজ পাড়া, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার, বাংলাদেশ।
মোঃ জিয়াউল করিম(২৪), পিতা-ছলিম উল্লাহ, মাতা-জাবেদা বেগম, সাংদফরিদপুর,
।রেজভী আক্তার প্রঃ জান্নাত(২০), পিতা-দেলোয়ার হোসেন, মাতা-তাজেনুর বেগম, সাং-কাকচিড়া(ইয়াকুব আলী নায়েব বাড়ী),০১ নং ওয়ার্ড, কাকচিড়া, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা,
রোজিনা আক্তার(২০), পিতা-রবিউল হাসান, মাতা-হোসনে আরা বেগম, স্বামী-শহিদুল ইসলাম, সাং-ডেইলপাড়া, খুরুশকুল, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার, বাংলাদেশ।বর্তমানে-চরপাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউপি, থানা-রামু,জেলা-কক্সবাজার
তানজিনা আক্তার প্রঃ রিয়া(২০), পিতা-সিরাজুল ইসলাম, মাতা-পুতুলী, সাং-সারাইপাড়া(কালা মুহুরীর বাড়ী,ছিদ্দিক মিস্ত্রীর নাতি), থানা-পাহাড়তলী, সিএমপি চট্টগ্রাম,
রিয়া মনি(২০), পিতা-মোহাম্মদ আলী, মাতা-সোনা মেহের, সাং-মরিচ্যা পাতাবাড়ী(ওলা মিয়ার নাতী), থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, রূপা(২৫), পিতা-মোক্তার আহম্মদ, মাতা-দিলদার বেগম, স্বামী-আব্দুল্লাহ, সাং-ূর্ববামনকাটা,ইসলামপুর, থানা ও জেলা-কক্সবাজার,
মারিয়া(২০), পিতা-মোমিন খান, মাতা-পারভিন বেগম, সাং-ঢেমাই শিবপুর ইউপি, থানা-মতলব, জেলা-চাঁদপুর
ইয়াছমিন আক্তার(২২), পিতা-বাবুল হোসেন, মাতা-মালেকা বেগম, সাং-মোল্লাবাড়ী(কালু মেম্বারের এলাকা), থানা ও জেলা-বগুড়া,
হোসনে আরা(১৮), পিতা-মোহাম্মদ হোছাইন, মাতা-লায়লা বেগম, সাং-কলাতলী চন্দ্রিমা মাঠ, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার, বাংলাদেশ।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর