পর্যটন নগরীর ইয়াবা সম্রাট বার্মাইয়া শহিদ অবশেষে পুলিশের হাতে আটক

বিশেষ প্রতিবেদকঃ

পর্যটন নগরীর কক্সবাজারের ইয়াবা সম্রাট খ্যাত বর্মায়া শহিদকে নিজ হোটেল থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ৩০এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল কটেজ জোন এলাকার লাইট হাউজ নিউ বিএম রিসোর্ট থেকে পুলিশের এক বিশেষে অভিযানে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে কটেজ জোনের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের কয়েকজন জানায়,প্রায় ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে নারীসহ তাকে আটক করে পুলিশ। তবে তার সঙ্গে ইয়াবা পাওয়া গেছে কিনা তা জানাতে পারেননি তারা।

শহিদের বিরুদ্ধে প্রকাশ্যে ইয়াবা ব্যবসা ও পর্যটকদের ইয়াবা দিয়ে ফাঁসিয়ে অসাধু পুলিশ অফিসার দিয়ে প্রতিদিন লাখ টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।এ ছাড়াও পর্যটন নগরীর প্রতিটি কটেজ হোটেল ও ফ্ল্যাট গুলোতে এ ইয়াবাডনই ইয়াবা সাপ্লাই করেন বলে অভিযোগ খোদ হোটেল ও কটেজ ব্যবসায়ীদের। তবে শহিদের সঙ্গে থানা পুলিশের দহরমমহরম সম্পর্কের কারনে মুখ খোলার সাহস নেই কারোই।

অতিতে যারাই এ ইয়াবা কারবারির বিরুদ্ধে বলেছেন, তাদেরকে অজানা কারনের কয়েকদিনের ব্যবধানে কোন না কোন কারনে জেলে যেতে হয়ছে বলে জনশ্রুতি আছে পর্যটন শহরে।

এদিকে শহিদের গ্রেফতারে খবর ছড়ি পড়লে মিষ্টি বিতরণ করের সাধারণ মানুষ।
তাদের আশা এবার শহিদ আর ছাড়া পাবেনা। এসব মানুষ গুলোর দাবি শহিদকে রিমান্ডে নিয়ে জিঙ্গেসাবাদ করলে তার ইয়াব আস্তানা থেকে লাখ লাখ ইয়াবা উদ্ধার হতে পারে।

এ ব্যাপারে কক্সবাজার থানার তদন্ত ওসি খায়রুজ্জানের কাছে জানতে চাইলে তিনি পরে জানানো হবে বলে জানান।

উল্লেখ্য, গত কয়েকমাস আগে শহিদের ইয়াবা বাণিজ্য, পর্যটকদের জিম্মি করে টাকা আদায়ের খবর পত্রপত্রিকায় নিয়মিত ছাপা হলে শহিদ হোটেল ছেড়ে পালিয়ে যায়। তবে সময় সুযোগে আবার সে শার্মিন রিসোর্টে ফিরেন আসেন শহিদ। সে সঙ্গে দুর্নাম মুছাইত রিসোর্টের নাম পরির্বতন করে রাখেন নিউ বিএম রিসোর্ট। ফিরে এসে আবারো প্রকাশ্যে ইয়াবা ব্যবাসা শুরু করলে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।এর সূত্র ধরে তাকে আটক করা হয় বলে ধরনা করা হচ্ছে।

আরও খবর