টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ বহু মামলার পলাতক আসামী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বেশ কয়েকটি মামলার পলাতক এক আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। এই সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র, গুলি ও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল সোমবার গভীর রাতে টেকনাফ থানার আওয়তাধীন উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই হাবিব উল্লাহসহ পুলিশের একটি দল অত্র ইউনিয়ন নোয়াখালী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী আবদুর রহিম (৩২)কে একটি দেশীয় তৈরী অস্ত্র,গুলি ও এক হাজার ইয়াবাসহ আটক করা হয়।

থানা সুত্রে জানা যায়, আটককৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সর্বমোট ৬টি মামলা রয়েছে।

আরও খবর