ডেস্ক রিপোর্ট – দেশের ইয়াবা কিং হাজী সাইফুলের বিরুদ্ধে আবৈধভাবে অর্থ উপার্জন ও সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদি হয়ে আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।
হাজী সাইফুল করিম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার তালিকাভুক্ত ১ নম্বর ইয়াবা ব্যবসায়ী। তিনি টেকনাফ উপজেলার শিলবুনিয়া পাড়ার ডা. হানিফের ছেলে। তার ৫ ভাই সহ পরিবারের অন্য সদস্যরাও ইয়াবা ব্যবসায় জড়িত। তারাও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী।
মামলার এজাহারে সাইফুল করিমের সম্পদের তথ্য বিবরণী যাচাই করে বিরুদ্ধে ১ কোটি ৬৬ লাখ ৫ হাজার ৭৮৮ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
সাইফুল করিমের অবৈধ সম্পত্তি জব্দ করতে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হবে বলে জানা গেছে।
ডবলমুরিং খানার পরিদর্শক (তদন্ত) বলেন, ‘দুদক জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে দেশের শীর্ষ ইয়াবা কারবারী হাজী সাইফুল করিমের বিরুদ্ধে মামলা দেয়ের করেছে। তাকে সম্ভাব্য অবস্থান জানতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-