কক্সবাজারে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চকরিয়া প্রতিনিধি :

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উত্তর হারবাং এলাকার আলী আহমদের ছেলে আবদুল মোনাফ (২৬) ও একই এলাকার রকিম উল্লাহর ছেলে আজিজুর রহমান (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এসময় দুই মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.সাইদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আরও খবর