টেকনাফে নারীসহ ৮ মাদকসেবী ও বিক্রেতাকে সাজা

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফে মাদক বিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ ৮জন খুচরা মাদক বিক্রেতা ও সেবনকারী আটক।
২৯ এপ্রিল টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অত্র উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, উক্ত অভিযানে এক নারীসহ ৮জন খুচরা মাদক বিক্রেতা ও মাদক সেবীকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

তথ্য সুত্রে আরো জানা যায়, ২৯ এপ্রিল দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের নেতৃত্বে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃংখলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে সাথে নিয়ে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে এক নারীসহ ৮ জন খুচরা মাদক বিক্রেতা ও মাদক সেবীকে আটক করতে সক্ষম হয়। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এর মধ্যে নুর হোসেনের পুত্র জায়তুল আলম (৬ মাস), সোলতান আহমদের পুত্র মোহাম্মদ রাসেল (১ বছর),
মৃত সোলেমানের পুত্র নুর মোহাম্মদ (৭ মাস),
মোহাম্মদ ইসলামের পুত্র হাফেজ আহমদ (১ বছর), সোলতান আহমদের পুত্র মোহাম্মদ রফিক (৩ মাস), আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ পারভেজ (২ মাস), সিরাজুল ইসলামের পুত্র শহীদুল ইসলাম (৩ মাস) এবং মোহাম্মদ সলিমের স্ত্রী মুবিনা আক্তারকে (৩ মাস)। সাজাপ্রাপ্ত আসামীদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান জানান, ২৯ এপ্রিল দিনব্যাপী ঝটিকা এক মাদক বিরোধী অভিযান পরিচালনা এসব মাদক সেবী ও খুচরা বিক্রেতাদের আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে প্রেরণের জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও খবর