বাসে ইয়াবা পাচার,কক্সবাজারে চালকসহ আটক ৪

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজার লিংরোড এলাকা থেকে শ্যামলী পরিবহণের একটি বাস তল্লাশীকালে ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে লিংরোডের ম্যারিন সিটির সামনে থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চাঁদপুরের কচুয়া থানার দূর্গাপুরের রমিজ উদ্দিনের ছেলে ও বাসের চালক মো. হারুন (৩৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গোপালপুরের ফুল মিয়ার ছেলে ও বাসের হেলপার মো. হানিফ (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকসা এলাকার হোসেন আহমদের ছেলে মাহমুদুল হক (৩৮) ও খুলনার রুপসা থানার দেয়াড়া এলাকার মো. লতিফ শেখের ছেলে মো. হেলাল (২৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যে’র ভিত্তিতে বাস তল্লাশীকালে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। এসময় বাসটিও জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর