গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল,গুলি ও ইয়াবাসহ দেলোয়ার (২৭) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
ধৃত আসামী টেকনাফ হ্নীলা ইউনিয়ন উলুচামারী কোনার পাড়া এলাকার মৃত শুক্কুরের পুত্র।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পরিদশর্ক (তদন্ত) এবি,এম,এস দোহা জানান,২৮ এপ্রিল রোববার সন্ধা ৬ টার দিকে পুলিশের একটি টিম মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে টেকনাফ হ্নীলা ইউনিয়ন উলুচামারী এলাকার আনোয়ারের বাড়ীর সামনে নির্মানাধীন একটি দোকানে অভিযান পরিচালনা করে দেলোয়ার নামে এক অস্ত্রধারী মাদক কারবারীকে ১টি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, ১ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, এখনো যারা মাদক পাচারে জড়িত সেই সমস্ত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসতে টেকনাফ থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-