টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল

টেকনাফ র‍্যাব-১৫ সদস্যরা একটি বসত-বাড়ীতে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ইয়াবা গুলোর সাথে জড়িত থাকার অপরাধে সাবেকুন নাহার নামে এক গৃহবধুকে আটক করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ২৭এপ্রিল সন্ধ্যা ৭টারদিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ শাখার কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (বি.এন এক্স,পিপিএম) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা ৪নং ওয়ার্ড ইসলামাবাদ দু’প্রাংবিল এলাকায় ইয়াবা গডফাদার সলিমুল্লাহর বাড়িতে ইয়াবা মওজুদ রাখার গোপন সংবাদ পেয়ে র‍্যাব সদস্যরা আভিযানে যায়।

এই সময় বাড়ীর মালিক ইয়াবা কারবারী সলিম উল্লাহ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যায়। এরপর তার স্ত্রী সাবেকুন নাহারকে আটক করে র‍্যাব। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়।

এই সংবাদের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ কমান্ডার মেজর মোঃ রবিউল ইসলাম জানান মাদক পাচার প্রতিরোধ ও কারবারীদের নির্মুল করার জন্য নব-গঠিত র‍্যাব-১৫ সদস্যরা বিভিন্ন কৌশল হাতে নিয়েছে। তারেই ধারাবাহিকতার অংশ হিসাবে আমাদের সদস্যরা ২ লক্ষ ইয়াবাসহ এই মহিলা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। তিনি আরো টেকনাফ উপজেলায় অনেক মুখোশধারী ভদ্রলোক নিজেকে আড়ালে রেখে বিভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচারে লিপ্ত রয়েছে।

সেই সমস্ত মুখোশধারী অপরাধীদের আইনের আওতাই নিয়ে আসার জন্য তথ্য অনুসন্ধান চলছে।পাশাপাশি ইয়াবা কারবারে জড়িত ব্যাক্তি যতবড় গডফাদার হোক না কেন র‍্যাব সদস্যদের চলমান মাদক বিরোধী অভিযান থেকে কেউ রেহাই পাবেনা।

আরও খবর