হাবিবুর রহমান সোহেল :
রামু থানার চৌকষ্ পুলিশ অফিসার ওসি মুহাম্মদ আবুল মনসুরের নির্দেশে এস আই মামুন ইসলাম সঙ্গীয় ফোর্স ২৭ এপ্রিল শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে, রামু কক্সবাজারের ডাকাতি রাজত্বের ত্রাস এলাকার কুখ্যাত ডাকাত, একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী রামুর ধলির ছড়া রশিদ নগর এলাকার মৃত খুইল্লা মিয়ার পুত্র নুরুল হক (৪৫) আটক করেছে।
তার বিরুদ্ধে রামু থানায় একাধিক ডাকাতি মামলাসহ ৫/৬ টি মামলা আছে বলে জানান এসআই মামুন।
ওসি আবুল মনসুর জানান, আটক কৃত ডাকাতকে রামু থানার মামলা নং ৩৬(৮)১৭ ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ দঃবিঃ এবং অপর মামলা নং ১৮(৪)১৭ ধারা- ৩৯৯/৪০২ তে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ডাকাত ও অপরাধিদের বিষয়ে কোন ছাড় নাই বলে জানান ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-