কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে পাচারকালে সুপারভাইজার আটক, বাস জব্দ

চট্টগ্রাম – নগরের আকবরশাহ থানাধীন কর্নেলহাট এলাকা থেকে ৫ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ মো. পারভেজ হোসেন (৩১) নামে এক বাস সুপারভাইজারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোররাতে তাকে আটক করা হয়। এ সময় সেন্টমার্টিন পরিবহনের একটি বাস জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

আটক মো. পারভেজ হোসেন নারায়ণগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আবদুল হামিদের ছেলে। তিনি সেন্টমার্টিন পরিবহনের বাসে সুপারভাইজার পদে চাকরি করেন।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্নেলহাট এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সুপারভাইজার পারভেজ হোসেনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৫ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সেন্টমার্টিন পরিবহনের এসি বাসটি জব্দ করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

তিনি জানান, বাসে সুপারভাইজার পদে চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা পরিবহন করে আসছিলেন পারভেজ হোসেন

আরও খবর